কালচিনি: বালি পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করল কালচিনি থানার অধীন নিমতি ফাঁড়ির পুলিশ। রবিবার রাতে নিমতি-পাটকাপাড়া রাজ্য সড়কে অভিযান চালিয়ে পুলিশ অবৈধ বালি বোঝাই একটি ডাম্পার আটক করে। ঘটনায় মাদারিহাট থানার হান্টাপাড়া চা বাগানের বাসিন্দা আমোশ মুন্ডাকে (২৬) গ্ৰেপ্তার করা হয়েছে। ধৃতকে সোমবার আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হবে। এরকম অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছে পুলিশ।
দুঃস্থদের সাহায্যের নামে কোটি টাকার প্রতারণা!
চাঁচল: মোটা অংকের টাকা পাইয়ে দেওয়ার নামে গতবছর জানুয়ারি মাসে ব্যাংকের একটি শাখা খুলেছিল চাঁচলের এক বাসিন্দা ফারুক প্যাটেল। গ্রাহকদের...
Read more