জটেশ্বর, ১০ মার্চঃ ডিমের দোকানের আড়ালে বেআইনিভাবে চলছে মদের রমরমা ব্যাবসা। এই অভিযোগে মঙ্গলবার এই জটেশ্বর ফাঁড়ি সংলগ্ন জটেশ্বর বাজারে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম ভজন ঘোষ। জটেশ্বর ফাঁড়ির পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ওই মদ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। আগামীকাল তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হবে।
দশে দশ | 04.02.2023 |
উত্তরবঙ্গ-রাজ্য-দেশ। বাছাই করা দশ খবর, এক ঝলকে
Read more