সামসী: শ্রমিক খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল চাঁচল-২ ব্লকের ধানগাড়া বিষণপুর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে। মৃতের নাম নাম আবদুল্লাহ (৪৫)। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে চাঁচল থানার পুলিশ। বাকিরা পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে। শুক্রবার একদল লোক আবদুল্লাহকে বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মশালদহ ব্লক হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতে তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। শনিবার সকালে আবদুল্লাহর মৃত্যু হয়।
আব্দুল্লাহর স্ত্রী তারাফুল বিবি জানান, এই ঘটনায় শাহাজাহান আলি, আলেপনুর বিবি, দুলাল, বাবলু আলম সহ মোট আটজনের নামে শনিবার দুপুরে চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল জানান, এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।