খড়িবাড়ি: ফের ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে নিষিদ্ধ কাফ সিরাপ ও নগদ ২ লক্ষ টাকা সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল খড়িবাড়ি(kharibari) পুলিশ। ধৃতের নাম রাহুল অধিকারী। বাড়ি পানিট্যাঙ্কির গৌড় সিং জোত এলাকায়। সোমবার রাতে একটি স্কুটার করে নকশালবাড়ি থেকে পানিট্যাঙ্কি আসছিল ওই যুবক। গোপনসূত্রে খবর পেয়ে পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি অনুপ বৈদ্যের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর রামধন জোত এলাকায় এশিয়ান হাইওয়েতে তাকে আটক করে। তল্লাশি চালিয়ে স্কুটারের ডিকি থেকে ২৮বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও নগদ দুই লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। রাতেই অভিযুক্ত মাদক পাচারকারীকে খড়িবাড়ি থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে খড়িবাড়ি পুলিশ।
আরও পড়ুনঃ গোঁসাইরহাটে গয়নার দোকানে চুরি