বর্ধমান: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অহরহ উদ্ধার হচ্ছে বোমা, গুলি ও আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার পুলিশি অভিযানে ৪টি বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হল এক পাচারকারী। ধৃতের নাম সাইফুল খান। বাড়ি পূর্ব বর্ধমানের (Burdwan) মঙ্গলকোট থানার ঝিলেরা গ্রামে। জেলার আউশগ্রাম থানার পুলিশ গতকাল গভীর রাতে স্থানীয় বাবুরবাঁধ মোড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ তাকে পাকড়াও করে। জানা গিয়েছে, সাইফুল আউশগ্রামের বাবুরবাঁধ মোড় এলাকা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পুলিশের গাড়ি দেখেই সে দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে। তল্লাশিতে তার কাছ থাকা ব্যাগ থেকে ৪টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ধৃত বিহার থেকে আগ্নেয়াস্ত্র এনে পূর্ব বর্ধমান, বীরভূম সহ নানা জেলায় সরবরাহ করতো বলে জেরায় জানিয়েছে। এই ঘটনার সঙ্গে আর কে জড়িত রয়েছে তা জানতে পুলিশ বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে ৭ দিনের পুলিশি হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
আরও পড়ুন : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ২৬ ডিসেম্বর ছুটি ঘোষণা করল নবান্ন