রায়গঞ্জ: বিপুল পরিমাণ চোলাই সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল আবগারি দপ্তর। শুক্রবার সকালে রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত খলসি এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির নাম মানিক মুর্মু। এদিন দুপুরে অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। তার কাছ থেকে প্রায় ৪১ লিটার চোলাই সহ চোলাই তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করেছে।
আরও পড়ুন : মিড ডে মিলের সমস্যা সমাধানে জেলাশাসককে স্মারকলিপি রায়গঞ্জে