পুরাতন মালদা: বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল বাইক চালকের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাইকের অপর এক আরোহী। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা(Old Malda) থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আদমপুর এলাকার মালদা-নালাগোলা রাজ্য সড়কে। মৃতের নাম শাহেদুর শেখ (৩৫)। বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের বাখরপুর এলাকায়। আহত বাইক আরোহীর নাম রেজানুর হক (৩৭)। তাঁর বাড়ি কালিয়াচকের মোসিমপুর এলাকায়। দুর্ঘটনার পরেই বেসরকারি বাসটি ওই এলাকা থেকে পালিয়ে যায়। এরপর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘাতক বাসের চালককে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুরাতন মালদা থানার পুলিশ পৌঁছে দুজনকেই উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহেদুরকে মৃত বলে ঘোষণা করেন। আহত রেজানুরের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
প্রায় ৬০ লক্ষ টাকার বার্মাটিক বাজেয়াপ্ত, গ্রেপ্তার ১
বেলাকোবা: শনিবার ফের পাচারের পথে জাতীয় সড়ক থেকে অবৈধ বার্মাটিক বোঝাই একটি কন্টেনারকে আটক করল বনকর্মীরা। পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা...
Read more