কলকাতা, ১৮ জুনঃ রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক প্রৌঢ়ার। ঘটনাটি ঘটেছে সুভাষনগরে।ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর পুত্রবধূও।
জানা গিয়েছে, সোমবার সকালে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত্যু হয় ওই প্রৌঢ়ার। গুরুতর জখম অবস্থায় তাঁর পুত্রবধূকে হাসপাতালে ভরতি করা হয়েছে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত চলছে।
- Advertisement -