ধূপগুড়ি: লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম গণেশ রায়। তিনি ধূপগুড়ি ২ নম্বর ওয়ার্ডের রায় পাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বামনি ব্রীজ এলাকায় এশিয়ান হাইওয়েতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি লরি ওভারটেক করতে গিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। চালক সহ ঘাতক লরিটিকে ধূপগুড়ি চৌপথি মোড়ে আটক করেন ট্রাফিক কর্মীরা। জানা গিয়েছে, ঘাতক লরিটি হরিয়ানার। এদিন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাস্থলে একটি ট্রাফিক আইল্যান্ড স্থাপনের দাবিতে সরব হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার তদন্ত করছে ধূপগুড়ি থানার পুলিশ।
- Advertisement -