রাজগঞ্জ: ছোট গাড়ি ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অসীম মিত্র(৬৭)। তাঁর বাড়ি শিলিগুড়ি শহরের এনটিএস রাস্তার মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসীমবাবু রাজগঞ্জের জটিয়াকালি এলাকার একটি চা কারখানার ম্যানেজার ছিলেন। এদিন সকালে একটি ছোট যাত্রীবাহী গাড়ি নিয়ে কারখানার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছোট গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও ট্রেলারটি নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি অসীমবাবুকে উদ্ধার করে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে তার মৃত্যু হয়। গাড়ি দুটি নিজেদের হেপাজতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
আরও পড়ুন : আইন-শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গ্রেপ্তার ১৫