বুনিয়াদপুর: ছোট গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন টোটো চালক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বংশীহারী নারায়নপুর পেট্রোল পাম্পের সামনে রাজ্য সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত টোটো চালকের নাম রুকসাত আলম(২১)। বাড়ি হরিরামপুর মালিয়ানদিঘি বড় বগুলাহার গ্রামে। ছোট গাড়িটি শিলিগুড়ি থেকে গঙ্গারামপুর যাবার পথে উলটো দিক থেকে আসা একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগে। গাড়ি দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর ওই পথ দিয়ে যাচ্ছিলেন গঙ্গারামপুর মহকুমার ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল। ঘটনাস্থল থেকে তিনি স্থানীয়দের সহযোগিতায় আহত টোটো চালককে উদ্ধার করে রশিদপুর হাসপাতালে পাঠান। টোটো চালকের মাথার আঘাত গুরুতর হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসার পর মালদায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ।