কলকাতা: রাতের কলকাতায় ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ১ জনের। আহত আরও ৬ জন। আহতদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০টা ১৫ মিনিট নাগাদ একটি ছোটগাড়ি রাজা এস সি মল্লিক রোড দিয়ে যাদবপুর থেকে বাঘাযতীনের দিকে যাচ্ছিল। সেই সময় একের পর এক দোকানে ধাক্কা মারে গাড়িটি। ওই সময় গাড়ির সামনে চলে আসেন একজন বাইক চালক। ভারসাম্য হারিয়ে বাইক চালক গাড়ির সামনে পড়ে যান। মাথার উপর দিয়ে চলে যায় গাড়িটির চাকা। তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। আহতদের উদ্ধার করে তৎক্ষনাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এরপর ওই গাড়ি চালকের উপর ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছোয় যাদবপুর থানার পুলিশ। চালককে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এলাকাবাসীর দাবি, গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিল। তবে এই বিষয়ে এখনও পুলিশের তরফে কিছু জানানো হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।