হলদিবাড়ি: অবৈধভাবে রেলের সংরক্ষিত টিকিটের ব্যবসা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রেল পুলিশ। বৃহস্পতিবার জয়ী সেতু সংলগ্ন বেলতলিতে একটি দোকানে অভিযান চালায় আরপিএফের ইন্সপেক্টর বিশ্বনাথ মারডির নেতৃত্বে এনজেপি ও জলপাইগুড়ি(Jalpaiguri) থেকে আসা আরপিএফের একটি দল। তারা বাচ্চু মহম্মদ নামে এক যুবককে গ্রেপ্তার করে জলপাইগুড়ি নিয়ে যায়। বাচ্চুর বাড়ি পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর খাসবস এলাকায়। রেল পুলিশের দাবি, সে দীর্ঘদিন ধরে চারটি আইডি তৈরি করে অবৈধভাবে রেলের সংরক্ষিত টিকিটের ব্যবসা চালিয়ে আসছিল। এবিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও সে নিজের কারবার চালিয়ে যাচ্ছিল। আরপিএফের ইন্সপেক্টর বিশ্বনাথ মারডি জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ৩২ হাজার ১৮৮ টাকা মূল্যের ১২টি ই-টিকিট ও কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে।
স্ত্রীর সঙ্গে চলছিল ভিডিও কল, তার মাঝেই গলায় ফাঁস দিলেন স্বামী
ডিজিটাল ডেস্কঃ মধ্যরাতে কলকাতায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা স্ত্রীর সাথে কথা বলতে বলতেই আত্মহত্যা করলেন স্বামী। জানা গিয়েছে গড়ফা থানার...
Read more