ফুলবাড়ি: মাথাভাঙ্গা-২ ব্লকের ফুলবাড়ির মরিচবাড়ি এলাকায় বড় দীঘির পাড় পুকুর থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়াল রবিবার। ঘটনার খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করেছে। তবে, ওই বোমাগুলি কীভাবে সেখানে পৌঁছোল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, পুকুরে পাট জাক দেওয়ার কাজ চলাকালীন মাটির সঙ্গে একটি বোমা উঠে আসে। এরপর খোঁজ করতেই একে একে ১০টি বোমা উদ্ধার হয় ওই পুকুর থেকে। ঘটনায় আতঙ্ক ছড়ানোর পাশাপাশি স্থানীয়দের মধ্যে কৌতুহল চাউর হয়। উৎসুক জনতার ভিড় জমে বোমা দেখার জন্য। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকলকে নিরাপদ দূরত্বে সরিয়ে সেগুলি বাজেয়াপ্ত করে। ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তা জানতেে তদন্ত শুরু হয়েছে বলে খবর ঘোকসাডাঙ্গা থানা সূত্রে।