রায়গঞ্জ: রায়গঞ্জের সোহারই মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে একটি সরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে শিশু সহ মোট জন ১০ জন জখম হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ রায়গঞ্জগামী একটি লরির সঙ্গে ডালখোলাগামী সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি দ্রুত বেগে আসছিল, সে কারণেই এই দুর্ঘটনা বলে তাঁরা জানান। ওয়াদ আলি নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি লরির পেছনের গাড়িতে ছিলাম। লরিটি ধীর গতিতে ব্যারিয়ার পেরিয়ে সামনে এগোতেই ডালখোলাগামী দ্রুতগতির একটি সরকারি বাস সেটিকে ধাক্কা মারে।’ দুর্ঘটনায় গুরুতর জখম হন লরি চালক ও বাসের বেশ কয়েক জন যাত্রী। তাঁদের রায়গঞ্জ(Raiganj) মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বিশ্বজিৎ বর্মন নামে আরেকজন জানান, মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখানে প্রায় ৪ থেকে ৫ বার দুর্ঘটনা ঘটল। এর আগে এখানে ব্যারিকেড ও সিভিক ভলান্টিয়ার থাকলেও এখন কিছুই নেই। দর্ঘটনার পর রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজে পাঠায়।
প্রায় ৬২৫ লিটার বিদেশী মদ বাজেয়াপ্ত
কিশনগঞ্জ: প্রায় ৬২৫ লিটার বিদেশী মদ বাজেয়াপ্ত করল কিশনগঞ্জের (Kishanganj) কোচাধামন পুলিশ। রবিবার দুপুরে কিশনগঞ্জ-বাহাদুরগঞ্জ রাজ্য সড়কের ধনপুরা গ্রামের কাছে...
Read more