ফরাক্কা: শিয়ালের হানায় গুরুতর জখম হলেন চার মহিলা, দুই শিশু সহ ১০ জন বাসিন্দা। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের(Murshidabad) সুতি থানার উমরাপুর পঞ্চায়েতের বাউরিপুনির উল্লাপাড়া গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়। তড়িঘড়ি জখমদের নিকটবর্তী অনুপনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে একজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গ্রামের বাসিন্দা আশরাফুল বলেন, ‘খোলা মাঠের পাশে এই গ্রামটা থাকায় শিয়ালের উপদ্রব প্রায়শই দেখা যায়। সকালবেলা দেখলাম উঠোনে এসে একটা শিয়াল বাচ্চা উঠিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছে। তখনই শিশুটিকে বাঁচাতে আশেপাশের লোকজন ছুটে আসে। শিয়ালকে তাড়া করায় শিয়ালটি গ্রামবাসীদের ওপর পালটা আক্রমণ করে।‘
অপর এক বাসিন্দা সজিবুল শেখ বলেন, ‘প্রত্যেক বছরই এ ধরনের শিয়ালের আক্রমণের ঘটনা ঘটছে। আমরা চাই প্রশাসন ও বন দপ্তর যথাযথ ব্যবস্থা নিক। যাতে ক্ষয়ক্ষতির হাত থেকে গ্রামবাসীরা বাঁচতে পারে।‘
আরও পড়ুনঃ Mithun Chakraborty | ‘পশ্চিমবঙ্গেই সম্ভব’, একশো দিনের কাজে দুর্নীতি নিয়ে কটাক্ষ মিঠুনের