কলকাতা: স্কুল খোলার পর করোনায় আক্রান্ত হচ্ছে একের পর এক পড়ুয়া। যা নিয়ে চিন্তা ভাঁজ পড়ছে সকলের কপালে। পূর্ব মেদিনীপুরের মহিষাদল এলাকার একটি কেন্দ্রীয় সরকারি স্কুলের ১০ জন পড়ুয়া ও একজন মহিলা কর্মীর দেহে করোনা সংক্রমণ মিলেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। যদিও বাকি পড়ুয়া এবং শিক্ষক-অশিক্ষক কর্মীরা সকলেই সুস্থ রয়েছেন বলে খবর।
গত শনিবার ওই স্কুলের কর্মী ও আবাসিক পড়ুয়া মিলে মোট ২০৭ জনের করোনা পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষা রিপোর্টে এই ১০ জন আক্রান্তের হদিস মেলে। স্কুল কর্তৃপক্ষের দাবি, জেলা প্রশাসনের সহায়তায় করোনাবিধি মেনে আক্রান্ত পড়ুয়াদের নিজের নিজের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট বিধিনিষেধ মেনে স্কুল চলছে।