উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১০০ দিনে পা দিল ইউক্রেন-রাশিয়া (Russia-Ukraine) যুদ্ধ। গত ২৪ ফেব্রুয়ারি কিভের (Kyiv) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল মস্কো (Moscow) । রাশিয়ার দাবি, ইউক্রেনের ২০ শতাংশ এলাকা তাদের দখলে। যদিও ১০০ দিনেও রাজধানী শহর কিভ দখল করতে পারেনি রুশ সেনা। ইউক্রেনের মাটিতে রাশিয়ার আক্রমণের তীব্রতা কমলেও এখনও অব্যাহত রয়েছে গোলাবর্ষণ।
কমেছে আক্রমণের তীব্রতা। তবে এখনও ইউক্রেনের মাটিতে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ১০০ দিন টানা লড়াই চালিয়েও এখনও অধরা ইউক্রেনের রাজধানী শহর কিভ। ইতিমধ্যেই রাশিয়া দখল করে নিয়েছে ইউক্রেনের ২০ শতাংশ এলাকা। পূর্ব ইউক্রেনের ডনবাস শহর রাশিয়া দখল করলেও ডনবাসের আশপাশের শহরগুলিতে লাগাতার গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। কার্যত মস্কো বিচ্ছিন্ন ডনবাসে সমান্তরাল শাসন চালানোর চেষ্টা শুরু করেছে বলে অভিযোগ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Vladimir Zelensky) এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, রাজধানী কিভ দখলের মরিয়া চেষ্টা করেও ইউক্রেন সেনার দাপটে ব্যর্থ হয়েছে রাশিয়া। তবে রাশিয়ার আক্রমণে গত ১০০ দিনে হাজার হাজার মানুষ ইউক্রেন ছেড়ে ভয়ে পালাতে বাধ্য হয়েছেন। অসংখ্য ইউক্রেন সেনার পাশাপাশি প্রচুর মানুষকে হত্যা করেছে রুশ সেনা। ওরা আমাদের দেশের অন্তত ২০ শতাংশ এলাকা দখল করে নিয়েছে।
ইউক্রেনে পক্ষে জেনারেল ইরিনা বেনেডিক্টোভার অভিযোগ, যুদ্ধ শুরুর পর গত ১০০ দিনে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ থেকে রাশিয়ায় ‘জোর করে’ শিশুদের পাচার করা হচ্ছে। এমন ২০টিরও বেশি মামলা দায়ের হয়েছে। তিনি জানান, যুদ্ধবন্দি রুশ সেনার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ-আইন ভাঙা, নিরপরাধ মানুষকে বিনা প্ররোচনায় হত্যা করা, গণহত্যার মতো বিষয়কে মাথায় রেখে মামলা চলছে। এদিকে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) বলেছেন, এই দীর্ঘ যুদ্ধের প্রভাব ইউক্রেনের প্রতিবেশী দেশগুলির উপরেও পড়ছে। তাদের পাশেও দাঁড়াতে হবে।
আরও পড়ুন : ভারতীয় চা বাতিল আন্তর্জাতিক বাজারে, অভিযোগ গুরুতর