রামপুরহাট: রামপুরহাটের(Rampurhat) ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।
সোমবার রাতে বোমা ছুড়ে তৃণমূল নেতা ভাদু শেখ (৩৮) খুনের ঘটনায় অগ্নিগর্ভ বীরভূমের রামপুরহাট। ভাদু রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তাঁর খুনের বদলা নিতে বগটুই গ্রামের পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় ২ শিশু সহ ১২ জনের মৃত্যু হয়েছে। ফটিক শেখ ও ছোট লালন শেখের পরিবারের সদস্যদের পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ। মৃতদের মধ্যে ১০ জন মহিলা ও ২টি শিশু রয়েছে। ফটিক ও ছোট লালন উপপ্রধান ভাদু শেখ খুনে অভিযুক্ত। খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছে। ঘটনাস্থলে গিয়েছে সিআইডি এবং ফরেন্সিক টিম।
মঙ্গলবার রামপুরহাটের ঘটনা নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। এরপর তিনি সাংবাদিক বৈঠক করে জানান, উপপ্রধান খুনের এক ঘণ্টার মধ্যেই কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়। স্থানীয় সূত্রে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও ডিজির দাবি, রামপুরহাটে আটজনের দেহ উদ্ধার হয়েছে। একটি বাড়ি থেকেই ৭টি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। ডিজি আরও জানিয়েছেন, এই ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় রাজনীতির যোগ নেই। ঘটনার তদন্তে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে।