আইজল, ৫ জুনঃ মিজোরামের লুংলেই জেলায় বাস দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। জখম আরও ১৯। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার যাত্রিবাহী বাসটি রাজধানী আইজল থেকে দক্ষিণ মিজোরামের সিয়াহায় যাওয়ার পথে লুংলেই জেলার পাংজাওল গ্রামের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ছবিঃ সংগৃহীত
- Advertisement -