ময়নাগুড়ি: গত ২৪ ঘণ্টায় ময়নাগুড়িতে ১১ জনের শরীরে মিলল করোনা সংক্রমণ। আক্রান্তদের মধ্যে তিনজন শহরের আনন্দনগর পাড়ার বাসিন্দা। বাকিরা শহর পার্শ্ববর্তী উত্তর পদমতি, চ্যাংমারি, জোড়পাকড়ি, উত্তর মাধবডাঙ্গা, জাবরামালি, বাকালি, বৌলবাড়ি ও আমগুড়ির বাসিন্দা। সবমিলিয়ে এখনও পর্যন্ত ময়নাগুড়িতে মোট আক্রান্তের সংখ্যা ৫১১। যদিও ইতিমধ্যে অধিকাংশরাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।
আক্রান্তদের বর্তমানে হোম আইসোলেশনে রাখার বন্দোবস্ত করা হয়েছে। ময়নাগুড়ি পলিটেকনিক কলেজ সেফ হোমে এখনও কাউকে রাখা হয়নি বলে জানা গিয়েছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ লাকি দেওয়ান জানান, আক্রান্তদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন সেই বিষয়ে খোঁজ খবর নিয়ে তাঁদের লালার নমুনা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।