ডিজিটাল ডেস্কঃ মর্মান্তিক ঘটনা ঘটে গেল সেনেগালের একটি হাসপাতালে। সূত্রের খবর, আফ্রিকার সেনেগালের তিভাউয়ানের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এবং জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের ফলে এগারটি নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী আবদুলায়ে দিউফ সার বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে জেনেভা গিয়েছেন। আর সেখান থেকেই এই খবর পেয়ে তিনি তাঁর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন। অন্য একটি টুইট করে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল জানিয়েছেন, তিভাউয়ানের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কীভাবে এই আগুন লেগেছে তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকেই এই আগুনের সূত্রপাত। একঝাঁক নবজাতকের জীবন্ত দগ্ধ হওয়ার ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, বাড়ছে উত্তেজনা