ডিজিটাল ডেস্ক: সিওলের পর এবার কঙ্গোর কিনসহাসায় (Kongo Kinshasa) পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সামনে এল। জানা গিয়েছে, রবিবার কিনসহাসায় একটি সংগীতানুষ্ঠানে ভিড়ে ঠাসা স্টেডিয়ামে এই ভয়ংকর দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, রবিবার কঙ্গোর কিনসহাসা প্রদেশে আফ্রিকার জনপ্রিয় সঙ্গীতজ্ঞ চল্লিশ বছর বয়স্ক ফ্যালি ইপুপার অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন প্রায় ৮০ হাজার মানুষ।
স্টেডিয়ামে তিল ধারনের জায়গা ছিল না। পরিস্থিতি এমন জায়গায় যায়, যেখানে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। সেইসময় স্টেডিয়ামের বাইরের ভিড় থেকে দাবি উঠতে থাকে, তাঁরা ভিআইপি এবং সংরক্ষিত জায়গা দিয়ে প্রবেশ করবে। ক্রমশ পরিস্থিতি খারাপ হয়ে উঠতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা রক্ষীরা টিয়ার গ্যাস ছোঁড়েন। আর তারপরেই ঘটে যায় ভয়ংকর দুর্ঘটনা।
হুড়োহুড়িতে অনেকেই মাটিতে পড়ে যান। এখনো পর্যন্ত খবর, এই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুজন পুলিশ অফিসারও রয়েছেন। প্রসঙ্গত, শনিবার সিওলের ইতেওনে হ্যালোইন উদযাপন করতে এসে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান ১৫৩ জন। ঠিক তারপরেই কংগোর কিনসহাসার এই ভয়ংকর দুর্ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।