ময়নাগুড়ি: নিয়ম ভেঙে ভুল পথে বেসরকারি বাস। এতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দুমড়েমুচড়ে গেল যাত্রীবাহী ছোট চারচাকার গাড়ি। অন্যদিকে, মাঝপথে উলটে গেল বোল্ডার বোঝাই ট্রাক। ঘটনায় জখম প্রায় ১১ জন। অন্য়দিকে, ঘটনার জেরে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ পৌঁছে দুর্ঘটনার কবলে পড়া তিনটি গাড়ি ঘটনাস্থল থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কে।
জানা গিয়েছে, আসাম মোড় হয়ে আলিপুরদুয়ারের পথে যাচ্ছিল যাত্রীবাহী ছোট গাড়িটি। সেসময় নিয়ম ভেঙে উলটোদিক থেকে ওই পথেই চলে আসে জলপাইগুড়িগামী একটি বেসরকারি বাস। এতেই ঘটে দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্য হয় বাস এবং যাত্রীবাহী ছোট গাড়ির। সেসময়ই পেছন থেকে আসা একটি বোল্ডার বোঝাই ট্রাক যাত্রীবাহী গাড়িতে ধাক্কা মেরে উলটে যায়। ঘটনায় দুমড়েমুচড়ে যায় ছোট গাড়িটি। ঘটনায় ওই গাড়ি থাকা দু’জনই জখম হন। অন্য়দিকে, বোল্ডার বোঝাই ট্রাকের চালক সহ কয়েকজন বাসযাত্রী জখম হন। যদিও গুরুতর জখম হননি কেউই। তাঁদের সকলকেই উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনাগ্রস্থ বাসের এক যাত্রী সুশীল দাস ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, বাস চালকের ভুলেই এই দুর্ঘটনা। তাঁর কথায়, উলটো পথ দিয়ে বাস চলার কারণে দুর্ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার পর পুলিশের তরফে তিনটি গাড়িই বাজেয়াপ্ত করা হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
আরও পড়ুন : খগেনহাট-আলিপুরদুয়ার সরকারি বাস পরিষেবা চালু