বানারহাট: পথ দুর্ঘটনায় আহত হলেন ১২ জন। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে বানারহাট ব্লকের রেডব্যাঙ্ক এবং দেবপাড়া চা বাগানের কাছে ৩১ সি জাতীয় সড়কের অর্জুনবাড়ি এলাকায়। জানা গিয়েছে, বানারহাটের দিক থেকে আসা একটি গাড়ি সেখান দিয়ে যাওয়ার সময় আচমকা একটি গোরু পাশের জঙ্গল থেকে রাস্তায় চলে আসে। গাড়ির সঙ্গে সংঘর্ষে গোরুটি রাস্তার পাশে পড়ে যায়। সেই সময় লুকসান থেকে ধূপগুড়িগামী শ্রমিক বোঝাই ছোট গাড়ির সঙ্গে আবারও সংঘর্ষ হয় গোরুটির। গোরুকে বাঁচাতে গিয়ে ছোট গাড়িটি মাঝ রাস্তায় উলটে যায়। জানা গিয়েছে, গাড়িতে প্রায় ১৬ জন ছিলেন। তাদের মধ্যে ১২ জন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে চারজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িদুটিকে নিজেদের হেপাজতে নেয়।
আরও পড়ুনঃ ডুয়ার্সে এই প্রথম, শ্রমণ হওয়ার পাঠ দেওয়া হচ্ছে ১৮ বৌদ্ধকে