নয়াদিল্লি, ২১ জুনঃ ট্র্যাক্টরের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল ১২ জনের। আহত হয়েছেন ছ’জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনায়।
জানা গিয়েছে, অবৈধভাবে বালি বহন করছিল একটি ট্র্যাক্টর। সেই সময় গাড়িটি যাত্রীদের নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্র্যাক্টরটি এসে জিপে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
- Advertisement -