লখনউ: বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে মৃত্যু হল ১৩ জন মহিলার। মৃতদের মধ্যে শিশু ছিল বলেও জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশীনগরের একটি গ্রামে। সেখানে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই বাড়িতে মজে যাওয়া কুয়োর ওপরে বসার ব্যবস্থা করা হয়েছিল। ওই চাঙড়ে ভেঙেই কুয়োয় পড়ে যায় ১৩ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সকলের। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
জানা গিয়েছে, বুধবার রাতে বিয়েবাড়িতে রীতি মেনে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। অতিথিদের বসার জন্য মজে যাওয়া কুয়োর ওপর চাঙড়ে ঢেকে বসার জায়গা করা হয়েছিল। সেটি ওজন নিতে না পেরে ভেঙে পড়ে যায়। তাতেই ঘটে বিপত্তি। কুয়োয় পড়ে মৃত্যু হয় ১৩ জন মহিলার। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। স্থানীয় প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে মাথাপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।
#UPDATE | Visuals from the spot where 13 women lost their lives during a wedding event last night. pic.twitter.com/E067gsiRFt
— ANI (@ANI) February 17, 2022