দিসপুর: ১৩ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৬ নাবালককে গ্রেপ্তার করল অসম(Assam) পুলিশ। দক্ষিণ অসমের করিমগঞ্জের ঘটনা। জানা গিয়েছে, চলতি মাসের শুরুতে ঘটনাটি ঘটে। অভিযোগ, বাড়িতে একা ছিল নাবালিকা। সেইসময় জোর করে ৬ নাবালক তাঁদের বাড়িতে ঢোকে। নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি, ধর্ষণের ভিডিও করে তাকে হেনস্তা করা হয়। নাবালকদের প্রত্যেকের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে।
নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়েছে, ঘটনায় ওই নাবালিকা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে, সে প্রথমে কাউকে কিছু বলতে পারেনি। পরে সে তার বাবা-মাকে সবকিছু জানায়। এরপরই সোমবার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার অভিভাবকরা। অভিযোগের ভিত্তিতে ৬ নাবালককে গ্রেপ্তার করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের মধ্যে একজনের ফোনে গোটা ঘটনার ভিডিও করা হয়েছিল। এরপর বাকিদের ফোনে তা পাঠিয়ে দেওয়া হয়। সেই ভিডিও উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।