গান্ধীনগর : করোনায় আক্রান্ত হয়ে এবার ১৪ মাসের শিশুর মৃত্যু হল। মঙ্গলবার সন্ধ্যায় গুজরাটের জামনগরের একটি সরকারী হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুটির মাল্টি অরগ্যান ফেলিয়োরে মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার শিশুটির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাকে ভেন্টিলেশনে রাখা হয়।
দিনকয়েক আগে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তার রিপোর্ট পজেটিভ আসে। পরিযায়ী শ্রমিক দম্পতির সন্তান ওই শিশুটির কোনও ট্রাভেল হিস্ট্রি নেই। এই পরিস্থিতিতে কীভাবে শিশুটি করোনায় আক্রান্ত হল, তা নিয়ে চিন্তিত গুজরাট স্বাস্থ্য দপ্তর।
শিশুটির বাবা-মা উত্তরপ্রদেশের। তবে কর্মসূত্রে তারা জামনগর শহর লাগোয়া দারেদ গ্রামের বাসিন্দা। বন্দরনগরীতে তারা একটি কারখানায় অস্থায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। তাদের ট্রাভেল হিস্ট্রি না থাকলেও আপাতত তাদের কোয়ারান্টিনে রাখা হয়েছে। তবে তাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি।
গুজরাতে করোনায় মৃতদের মধ্যে এই শিশুটি সর্বকনিষ্ঠ। এদিকে, এই নিয়ে গুজরাটে করোনায় মৃতের সংখ্যা ১৬ তে দাঁড়াল। গুজরাটে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৭৫।