পুরাতন মালদা: নতুন করে মালদায় আরও ১৪ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল। সব মিলিয়ে জেলায় মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭৪। এর মধ্যে প্রায় ২৫০ জন সুস্থ হয়ে উঠেছেন।
নতুন করে ১৪ জন সংক্রামিতদের মধ্যে চারজন মহিলা ছাড়াও এক পুলিশকর্মী রয়েছেন। সংক্রামিত পুলিশকর্মী ইংলিশবাজার পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পুলিশ লাইনে কর্মরত। বাকি সংক্রামিতরা জেলার বিভিন্ন ব্লকের বাসিন্দা। এরমধ্যে চাঁচল ২ নম্বর ব্লকের ক্ষেমপুরের তিনজন রয়েছেন। এছাড়াও কালিয়াচক ১ নম্বর ব্লকের চারজন, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুরের একজন, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকার একজন, হবিবপুর ব্লকের জাজৈলের একজন, মানিকচক ব্লকের দু’জন এবং ইংরেজবাজার ব্লকের অমৃতির একজন রয়েছেন।
পাশাপাশি, জেলার এক উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকের করোনা সংক্রমণের বিষয়টিও শনিবার স্বাস্থ্য দপ্তরের তালিকায় প্রকাশ করা হয়েছে।