শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এমডিতে ১৪টি আসন বাড়াল ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসি। শনিবার এনএমসির এই ছাড়পত্র আসায় খুশির হাওয়া উত্তরবঙ্গ ( North Bengal) মেডিকেল কলেজে। কলেজ অধ্যক্ষ ডাঃ ইন্দ্রজিৎ সাহা বলেন, ‘আমরা এনএমসির কাছে মেডিসিনে এমডির আসন বৃদ্ধির দাবি জানিয়েছিলাম। সেইমতো সমস্তদিক খতিয়ে দেখার পরেই এনএমসি এই ছাড়পত্র দিয়েছে।
এতদিন এমডি মেডিসিনে চারটি আসন ছিল। বেশ কয়েক বছর ধরেই উত্তরবঙ্গ মেডিকেলে মেডিসিন বিভাগে এমডির আসন বাড়ানোর দাবি তুলেছিল কলেজ কর্তৃপক্ষ। একাধিকবার এই দাবিতে জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থাকে আবেদনও জানানো হয়। সর্বশেষ আবেদনেও ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমডি আসন বৃদ্ধির দাবি জানিয়ে এনএমসির কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই গত মাসে এনএমসির এক প্রতিনিধি দল মেডিকেলে এসে সমস্ত বিষয় খতিয়ে দেখে গিয়েছিল। তাঁর রিপোর্টের ভিত্তিতেই মেডিসিন বিভাগের এমডিতে একসঙ্গে ১৪টি আসন বাড়ানো হল।
শনিবার কর্তৃপক্ষের হাতে এই চিঠি এসে পৌঁছেছে। এক সপ্তাহের মধ্যে কর্তৃপক্ষকে এই আসন বৃদ্ধির সিদ্ধান্ত স্বীকার করে এনএমসিকে চিঠি দিতে হবে। এই সিদ্ধান্তের ফলে চলতি শিক্ষাবর্ষ থেকেই মেডিসিন বিভাগে মোট ১৮ জন ডাক্তারি পড়ুয়া ভর্তি হতে পারবেন।