কলকাতা: রাজ্য সড়কে উলটে গেল বাস। পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনা। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন যাত্রী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন সকালে মেদিনীপুর থেকে কাঁথি যাচ্ছিল বাসটি। কৌড়দার কাছে কাঁথি-বেলদা রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বাসটি উলটে যায়। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাসচালক পলাতক। ঘটনার তদন্ত করছে পুলিশ।