সুবীর মহন্ত, বালুরঘাট: করোনা সংক্রমণ হু হু করে বেড়েই চলেছে দক্ষিণ দিনাজপুর জেলায়। জেলায় আরও ১৫১ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত ১৮ ও ১৯ অগাস্ট সংক্রামিতদের লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিআরডিএলে পাঠানো হয়েছিল। সেখান থেকে ১৩০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে বাকি ২১ জনের পজিটিভ এসেছে অ্যান্টিজেন ও ট্রুনাট টেস্টের মাধ্যমে।
এদিন মালদা মেডিকেল থেকে আসা রিপোর্টের সংক্রামিত ১৩০ জনের মধ্যে বালুরঘাট শহর এলাকার ১৮ জন, বালুরঘাট গ্রামীণ এলাকার ৮ জন, কুশুমণ্ডি ব্লকের ২২ জন, কুমারগঞ্জ ব্লকের ২৮ জন, হিলি ব্লকের ৭ জন, বংশিহারি ব্লকের ৯ জন, তপন ব্লকের ১০ জন , হরিরামপুর ব্লকের ৮ জন ও গঙ্গারামপুর শহর ৭ ও ব্লকের ১৩ জন সংক্রামিত হয়েছেন বলে জানা গিয়েছে।
বালুরঘাট শহরের মাড়োয়ারি পট্টির ৩ জন, মণিমেলা স্কুল পাড়ার ২ জন, ছিন্নমস্তাপল্লী, বাসন্তিবাগান, কুন্ডু কলোনি, উত্তর চকভবানী গার্লস কলেজ পাড়া, চকভৃগু ডাকরা, প্রাচ্যভারতী মিস্ত্রি পাড়া, উত্তর চকভবানী, হাসপাতাল কোয়ার্টার, মঙ্গলপুর, খিদিরপুর দিঘি পাড়া, বালুরঘাট পুরসভা, আখিরাপাড়া ও চকভৃগু গ্রন্থাগার পাড়া এলাকার একজন করে সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে। বালুরঘাট গ্রামীণ এলাকার নুনইল, বোয়ালদার, ভারেন্ডা, বড়কাশিপুর বোয়ালদার, পরানপুর, পশ্চিম হরিহরপুর আমরাইল, হরিপুকুর কামারপাড়া ও কৃষ্ণনগর জলঘর এলাকার একজন করে সংক্রামিত হয়েছেন।
গঙ্গারামপুর শহরের ওয়ার্ড নম্বর ৬ একজন, ওয়ার্ড নম্বর ১৮ তে একজন, ওয়ার্ড নম্বর ৪-এ ৩ জন, সাহাপাড়ায় ২ জন, সংক্রামিত হয়েছেন। গঙ্গারামপুর গ্রামীণ এলাকার পাটন জালালপুরের একজন, কাদিঘাট বেলবাড়ির একজন ও পঞ্চগ্রামের ১১ জন সংক্রমিত হয়েছেন। কুশুমণ্ডি ব্লকের কুশুমণ্ডি এলাকার ৪ জন, তেতুল পুকুর ও কুশুমণ্ডি থানার ৩ জন করে, সিংতোরের ২ জন, এছাড়াও পানিশালা, চোরাগোচি, আদিখাইর, আমিনপুর, বাসইল, নাহিট, বাগডোল, বংশিহারি, নপুকুর ও ইসনাইল এলাকার একজন করে সংক্রামিত হয়েছেন l কুমারগঞ্জ ব্লকের সমঝিযা বর্ডার আউট পোস্টের ১০ জন, মাধবপুরের ৩ জন, খানপুরের ২ জন, এছাড়াও নবগ্রাম, ধাদলপাড়া , জাকিরপুর, দক্ষিণ কেশবপুর, কানুরা, বিশ্বনাথপুর, উত্তর কেশবপুর, কুড়ালডাঙ্গা, বুড়িবর, মামুদপুর, বড়াইল, এনাতুল্যাপুর ও চকরামরায় এলাকায় একজন করে সংক্রমিত হয়েছেন। হিলি ব্লকের নপাড়া বিনশিরা এলাকার ৪ জন, জোটঘটক এলাকার ২ জন ও জগদীশপুর এলাকার একজন করে সংক্রমিত হয়েছেন।
হরিরামপুর ব্লকের আসল বনগ্রাম সৈয়দপুর এলাকার ৫ জন, বাজে বনগ্রাম সৈয়দপুর এলাকার ২ জন ও আবাদপুর সঈদপুর এলাকার একজন সংক্রমিত হয়েছেন বলে খবর। তপন ব্লকের ভাড়িলা এলাকার ৩ জন, এছাড়াও বিনইল, মোকারামপুর বাসুরিয়া, দাড়ালহাট, শরীফাবাদ, যশরাই, সালাস ও মহাদেবপুর জিধরা এলাকার একজন করে সংক্রমিত হয়েছেন। বংশিহারি ব্লকের জোড়দিঘি ব্রজবল্লভপুরের ৩ জন, মহুগ্রামের ২ জন, এছাড়াও কাহি পুকুর জোড়দিঘি ব্রজবল্লভপুর, গয়াহার, মহুগ্রাম স্কুল পাড়া ও রাঙাপুকুর বুনিয়াদপুর এলাকার একজন করে সংক্রমিত হয়েছেন।
এই নিয়ে জেলায় এখনও পর্যন্ত সংক্রামিতের সংখ্যা দাঁড়াল ৩,০৬৯ জন। এদিন ৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও পর্যন্ত জেলায় ১,৯২৭ জন করোনা সংক্রামিত সুস্থ হয়ে উঠেছেন। এদিনের সংক্রামিতদের চিকিৎসার উদ্যোগ নিচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর।