মাদুরাই: মাস্ক না পরায় জরিমানা করা হল ১,৫২১ জনকে। তামিলনাডুর মাদুরাইয়ের ঘটনা। তামিলনাডু প্রশাসনের তরফে গত দুদিনে অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে ৩ লক্ষ ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় না রাখায় ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
A fine amount of Rs 3.04 lakhs has been received from 1,521 people for not wearing mask in Madurai, in last 2 days. In addition, 19 cases were registered for flouting social distancing in public places: Police Commissioner, Madurai #TamilNadu
— ANI (@ANI) April 10, 2021
তামিলনাডুতে ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ৫ হাজার ৪৪১ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। হু হু করে বাড়ছে সংক্রমণ। যার প্রভাব পড়েছে তামিলনাডুতেও। তাই সংক্রমণ রুখতেই জরিমানার পথে হেঁটেছে মাদুরাই প্রশাসন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৪৫ হাজার ৩৮৪ জনের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। বর্তমানে অনেকেই মাস্ক পরছেন না, সামাজিক দূরত্ব বিধি মানছেন না, যার জেরেই করোনার বাড়বাড়ন্ত মনে বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রক। এই পরিস্থিতিতে মাদুরাই প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।