নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী শুরু থেকেই ছিল। এবার যেন রোজ রেকর্ড ভাঙ্গার প্রবণতা দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৬ হাজার ৯২২। বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪১৮ জনের।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫ জনের। এর মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৫১৪। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ৬৯৭ জন। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮৯৪ জনের।
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ১ লক্ষ ৪২ হাজার ৯০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৭৩ হাজার ৭৯২ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৩৯ জনের। করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬২ হাজার ৩৬৯।
পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রের পরই রয়েছে দিল্লি। সেখানে করোনা আক্রান্ত ৭০ হাজার ৩৯০ জন। সুস্থ হয়েছেন ৪১ হাজার ৪৩৭ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৩৬৫ জনের। সেখানে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৬ হাজার ৫৮৮।
তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৪৬৮। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৭৬৩। মৃত্যু হয়েছে ৮৬৬ জনের। সেখানে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৮ হাজার ৮৩৯টি।
গুজরাটে করোনা আক্রান্ত ২৮ হাজার ৯৪৩। সুস্থ হয়েছেন ২১ হাজার ৮৮ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩৫ জনের। ওই রাজ্যে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ হাজার ১২০টি।
পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১৭৩। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০২ জন। মৃত্যু হয়েছে ৫৯১ জনের। রাজ্যে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ৮৮০টি।