জামালদহ: অবৈধভাবে জড়ো করে রাখা গোরু উদ্ধারে গিয়ে পাচারকারীদের হাতে আক্রান্ত হলেন মেখলিগঞ্জ থানার পুলিশকর্মীরা। শনিবার সন্ধ্যায় মেখলিগঞ্জ ব্লকের ২০৮ নম্বর উছলপুকুরি এলাকায় ঘটনাটি ঘটেছে। পাচারকারীদের হামলায় ১৭ জন পুলিশকর্মী জখম হয়েছেন বলে থানা সূত্রে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৪ পুলিশকর্মীর আঘাত গুরুতর। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
তবে পাচারকারীদের হামলার মুখে পড়লেও উছলপুকুরির নেংরিবাড়ি এলাকায় লুকিয়ে রাখা ৩৪টি গোরু উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ। পুলিশের সন্দেহ, রাতের অন্ধকারে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গোরুগুলি জড়ো করা হয়েছিল। ঘটনায় জড়িত সন্দেহে ৪ জন মহিলা সহ ৬ জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি রাহুল তালুকদার জানিয়েছেন, ৩৪টি গোরু উদ্ধার হয়েছে। ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। ১৭ জন পুলিশকর্মী জখম হয়েছেন।