কাবুল: কাবুলের(Kabul) শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ। ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত ২৭। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, শুক্রবার সকালে কাবুলের পশ্চিমাংশে দস্ত-ই-বারচি এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিল। কোনও সংগঠনের তরফে এখনও পর্যন্ত এই আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করা হয়নি। তালিবানের তরফে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছেছে তাদের নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।