খড়িবাড়ি: ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে গ্রেপ্তার নিউজিল্যান্ড ও বাংলাদেশি বাসিন্দা। ধৃতরা হল নিউজিল্যান্ডের বাসিন্দা এনড্রিউ জেমস(৫১) ও বাংলাদেশের বাসিন্দা মহম্মদ নুরুল ইসলাম। রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে খড়িবাড়ি (Kharibari)পুলিশ।
খড়িবাড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় সীমান্তে মোতায়েন এসএসবি জওয়ানরা তাদের আটক করে। ধৃত এনড্রিউ জেমস নেপাল থেকে পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে মহম্মদ নুরুল ইসলামের সঙ্গে দেখা করতে এসে এসএসবি হাতে ধরা পড়ে। এরপর শনিবার রাতে এসএসবি ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের গ্রেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে এসে রাতভর জেরা করে। ধৃত বাংলাদেশির কাছে বৈধ কাগজপত্র থাকলেও নিউজিল্যান্ডের বাসিন্দার কাছে ভারতীয় পাসপোর্ট কিংবা ভিসা পাওয়া যায়নি। তবে তাঁর কাছে ভারতীয় আঁধার কার্ড, প্যান কার্ড ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে খড়িবাড়ি পুলিশ। আদালতে ধৃতদের পুলিশ হেপাজতে নিয়ে গোটা ঘটনার তদন্তের জন্য আবেদন করেছে।