কালচিনি: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অসমগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রচুর কাফ সিরাপ বাজেয়াপ্ত করল কালচিনি থানার পুলিশ। ৩১ সি জাতীয় সড়কের নিমতি দোমোহনি এলাকায় পাঞ্জাবের লুধিয়ানা থেকে আসা ওই ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতরে রাখা সাইকেলের যন্ত্রাংশের প্যাকেটে লুকিয়ে রাখা কাফ সিরাপ বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় ট্রাক চালক ও তাঁর সহকর্মী পাঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা প্রতাপ সিং ও বলজেন্দ্র সিং কে কাফ সিরাপ পাচারের অভিযোগে পুলিশ গ্ৰেপ্তার করে।
কালচিনি থানার ওসি অনির্বান মজুমদার বলেন, ‘কাফ সিরাপের বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। ধৃতদের বুধবার আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।’
উল্লেখ্য, মাস দুয়েক আগেও একবার কালচিনি থানার পুলিশ জাতীয় সড়ক থেকে প্রায় একই কায়দায় অসমে কাফ সিরাপ পাচারের আগেই ট্রাক থেকে বাজেয়াপ্ত করেছিল প্রচুর কাফ সিরাপ। পুলিশ এই ধরনের অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন ওসি অনির্বান মজুমদার।