ডালখোলা: নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক হাতুড়ে চিকিৎসক। উত্তর দিনাজপুরের ডালখোলার ভুষামণি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ কাফ সিরাপ কিনতে গিয়ে ধরা পড়েছে বিহারের পুর্ণিয়ার এক বাসিন্দা। ধৃতদের কাছ থেকে নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুর্ণিয়ার বাসিন্দা অবিনাদ কুমার বসাককে নিষিদ্ধ কাফ সিরাপ দিতে গিয়েছিলেন ডালখোলার হাতুড়ে চিকিৎসক বিরেন দাস। সেই সময় পুলিশ তাদের ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে ১০ হাজারের বেশি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। আটক করা হয়েছে দু’টি বাইক। বুধবার ধৃতদের রায়গঞ্জ আদালতে তোলা হবে।