কিশনগঞ্জ: ভুসির বস্তার আড়ালে মদ পাচার। ঘটনায় একটি ছোট মালবাহী গাড়ি সমেত দু’জন পাচারকারীকে গ্রেপ্তার করল কিশনগঞ্জ আবগারি দপ্তর। কিশনগঞ্জ-বাহাদুরগঞ্জ রাজ্য সড়কে মোহামারি গ্রামের কাছে নাকা চেকিং চলাকালীন ভুসির বস্তা বোঝাই গাড়িটিকে আটকে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালাতেই ভুসির বস্তার নীচ থেকে মেলে ১০৯টি কার্টন বিদেশি মদ।
আবগারি দপ্তর সূত্রে খবর, মোট ৯৭৩ লিটার বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত দু’জনের নাম মিহিলাল বসাক ও অপূর্ব মজুমদার। দু’জন দার্জিলিং জেলার খরিবাড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই মদ শিলিগুড়ি থেকে বিহারের সুপৌল জেলার সিমরাহীতে পাচার করা হচ্ছিল। আবগারি দপ্তরের সুপার তারিক মাহমুদ জানান, সোমবার ধৃত দু’জনকে আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেওয়া হয়।