কোচবিহার, ২০ এপ্রিলঃ কোচবিহারের এবিএন শীল কলেজের হস্টেল থেকে প্রাচীন বাসনপত্র চুরি যাওয়ার ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত। শনিবার রাতে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে কোতয়ালি থানার পুলিশ। ধৃতরা হল কোচবিহার শহরের খালাসিপট্টির বাসিন্দা সঞ্জীব মাহাতো ও হাজরাপাড়ার বাসিন্দা ভুট্টু মালাকার। পুলিশ জানিয়েছে, চুরি হয়ে যাওয়া বাসনপত্রগুলির মধ্য থেকে বেশকিছু উদ্ধার করা হয়েছে। বাকিগুলোর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
প্রসঙ্গত, সোমবার রাতে এবিএন শীল কলেজের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল বয়েজ হস্টেল থেকে প্রাচীন বাসনপত্র চুরি হয়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
- Advertisement -
সংবাদদাতাঃ শিবশঙ্কর সূত্রধর