ইসলামপুর, ৮ ফেব্রুয়ারিঃ আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। শনিবার গুঞ্জরিয়ার ছোটপুল এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে দুজনকে গ্রেফতার করা হয়। ইসলামপুর থানার আইসি শমীক চট্টোপাধ্যায় জানিয়েছেন, ধৃতদের নাম মুজাফ্ফর হুসেন ও এনামুল হক। ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই দুজন ছোটপুল এলাকায় দাঁড়িয়ে ছিল। অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
ফলক থাকলেও রাস্তার দেখা নেই খড়িবাড়িতে
ফলক আছে। অথচ গোটা রাস্তাতাই উধাও I
Read more