মালদা: লকডাউনে প্রায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ দু’জনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার বিকেলে ইংরেজবাজার থানার বাধাপুকুর মোড় এলাকার বাইপাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল মান্নান শেখ ও শারিফ শেখ। তাদের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। গতকাল ইংরেজবাজার থানার পুলিশের একটি দল বাধাপুকুর বাইপাসে অভিযান চালিয়ে সন্দেহজনক একটি লরি আটক করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ছয় প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা। পুলিশের তরফে জানা গিয়েছে, লরিটি ভুট্টা নিয়ে বিহারের কাটিহার গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে পাচারকারীরা ব্রাউন সুগার লরিতে লুকিয়ে নিয়ে আসছিল।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ব্রাউন সুগারগুলি উত্তরপূর্ব ভারত থেকে নিয়ে আসা হচ্ছিল। তবে এই পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই বিষয়ে মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া জানান, লরিতে করে ব্রাউন সুগারগুলি পাচারের চেষ্টা হচ্ছিল। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতদের ১০ দিনের পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।