কিশনগঞ্জ: বিপুল পরিমাণ বিদেশি মদ সহ দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার দুপুরে কিশনগঞ্জ-বাহাদুরগঞ্জ রাজ্য সড়কে কোচাধামন থানার পুলিশের নাকা চেকিং চলাকালীন মস্তান চকে একটি অটো রিকশা থেকে প্রায় ১৫৩ লিটার বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই মদ পাচারে ব্যবহৃত অটো রিকশা সহ দুজন পাচারকারীকে পুলিশ ঘটনাস্থলে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল সাহারসার বাসিন্দা সঞ্জিত শর্মা ও নিরজ সর্দার। এই মদ ডালখোলা থেকে বিহারের সাহারসায় পাচার করা হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে কোচাধামন থানায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার ধৃতদের কিশনগঞ্জ আদালতে তোলা হবে।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে ভেজাল তেলের কারবার বন্ধে অভিযান পুলিশের