কিশনগঞ্জ: ট্রেলার থেকে ৭ হাজার ১২৭ লিটারের বেশি বিদেশি মদ (Foreign liquor) বাজেয়াপ্ত করল কিশনগঞ্জের (Kishanganj) কোচাধামন থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কিশনগঞ্জ-বাহাদুরগঞ্জ রাজ্য সড়কের মোহরমারি কাঠপুলের কাছে চণ্ডীগড় নম্বরের একটি ট্রেলার থেকে ওই মদ বাজেয়াপ্ত করা হয়েছে। মদ পাচারে অভিযুক্ত দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম দেবনাথ প্রজাপতি (৪১) ও সিতটু রাম (১৯)। তারা ঝাড়খণ্ডের পালামৌ জেলার সখুয়া গ্রামের বাসিন্দা। ধৃতরা জেরায় জানিয়েছে, ওই মদ অসম থেকে বিহারের পাটনায় পাচার করা হচ্ছিল। কোচাধামন থানার ওসি সুমনকুমার সিং জানান, ধৃতদের শুক্রবার কিশনগঞ্জ আদালতে তোলা হবে। মদ পাচারে ব্যবহৃত ট্রেলারটি বাজেয়াপ্ত করা হয়েছে।
পাঁচ লাখি মাওবাদী নেতার মৃত্যু পুলিশের গুলিতে
ডিজিটাল ডেস্ক : দীর্ঘদিন যাবত আতঙ্ক জাগিয়ে রেখেছিলেন মাওবাদী নেতা কমলেশ। অবশেষে ছত্রিশগড় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আজ তাঁর মৃত্যু...
Read more