শামুকতলা: ক্যাঙ্গারু সহ ২ জনকে গ্রেপ্তার করল বারবিশা ফাঁড়ির পুলিশ। শনিবার অসম-বাংলা সীমানার বারবিশার পাকড়িগুড়ি পুলিশ চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার, বারবিশা ফাঁড়ির ওসি নয়ন দাস প্রমুখ। পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের বাসিন্দা দুই পাচারকারীর নাম ইমরান শেখ ও জায়েদ শেখ। অন্ধ্রপ্রদেশের একটি খালি ট্রাকে খাঁচাতে ভরে ক্যাঙ্গারুটিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের জিঙ্গাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশের অনুমান, বিরল প্রজাতির ক্যাঙ্গারুটি বিদেশে পাচারের মতলব ছিল পাচারকারীদের।
সেচবাঁধের নির্মাণকাজ না হওয়ায় সমস্যায় চাষিরা
সেচবাঁধ পুনর্নির্মাণ না হওয়ায় মিলছে না জল। যার ফলে সমস্যায় পড়েছেন এলাকার চাষিরা। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের উত্তর শিশুবাড়িতে...
Read more