মুর্শিদাবাদ: গাঁজা (Cannabis) পাচারের আগে ফের বড়সড়ো সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের। বুধবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার নবগ্রাম থানার শিবপুর টোল প্লাজার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে উদ্ধার হল ১৬৫ কেজি গাঁজা। গাঁজা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নবগ্রাম থানার পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে তাঁরা গোপন সূত্রে খবর পান, কোচবিহার থেকে বিপুল পরিমাণ গাঁজা কিছু ব্যক্তি উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকাতে পাচারের চেষ্টা করছে। তথ্যের ভিত্তিতে শিবপুর টোল প্লাজার কাছে নবগ্রাম থানার পুলিশ নাকা তল্লাশি শুরু করে। রাত ১টা নাগাদ পুলিশ একটি লরিকে আটকে তল্লাশি শুরু করতেই গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ১৬৫ কেজি গাঁজা। গাঁজা পাচারের যুক্ত থাকার অভিযোগে লরির ড্রাইভার রবি দাস এবং খালাসি দীপঙ্কর সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনের বাড়ি কলকাতায়। উদ্ধার হওয়ার গাঁজার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। ধৃত ব্যক্তিরা উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য থেকে উন্নতমানের এই গাঁজা পাচার করে কোচবিহারে নিয়ে এসেছিল। ধৃতদের উদ্দেশ্য ছিল অশোকনগর হয়ে কলকাতাতে এই গাঁজা পাচার করা।
আরও পড়ুন : সাতসকালে চালসার জাতীয় সড়কের ধারে হাতির দল