খড়িবাড়ি: ২০০ গ্রাম মরফিন সহ গ্রেপ্তার দুই পাচারকারী। খড়িবাড়ি ব্লকের বাতাসিতে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
ভারত-নেপাল সীমান্তের রামধনজোত ক্যাম্পের এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা শনিবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওই দুই মাদক পাচারকারীকে আটক করে। জানা যায়, গতকাল সন্ধ্যা নাগাদ ওই দুই যুবক একটি বাইকে করে বুড়াগঞ্জের চরনা জোত থেকে বাতাসি বাজার হয়ে ৩২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির দিকে যাচ্ছিল। বাতাসি বাজার সংলগ্ন এলাকায় এসএসবি তাদের আটক করে। তল্লাশিতে দুই যুবকের প্যান্টের পকেট থেকে মরফিনের দু’টি প্যাকেট মেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতে মাদক সহ দুই যুবককে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।
খড়িবাড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মাঝি সোরেন ও বিমান মুর্মু। মাঝির বাড়ি খড়িবাড়ি থানার চরনা জোতে এবং বিমানের বাড়ি টিপুজোত এলাকায়। ধৃতদের কাছ থেকে ২০০ গ্রাম মরফিন সহ একটি বাইক ও দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন খড়িবাড়ি থানার ওসি সুমনকল্যাণ সরকার।
আরও পড়ুনঃ মানসিক অবসাদে আত্মঘাতী যুবতী!