উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত চিকিৎসা চলছে তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম গোসাবা থানার চণ্ডী মোড় এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন ও উত্তর ২৪ পরগনার বাসিন্দা ভরত দাস। তিনি এই এলাকায় মাটি কাটার গাড়িতে কাজ করতেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। এরপর দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বাইকে করে গোসাবা থেকে চণ্ডী মোড়ে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে বাইকটি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : বেহালার বাজারে আগুন, ভস্মীভূত ২৪টি দোকান